করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী ১৬ জানুয়ারি, ২০২১ পর্যন্ত দেশের সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে ।
করোনা ভাইরাসের সংক্রামণ এড়াতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়লো।
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা এই সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার লক্ষ্যে নিজ নিজ বাসায় অবস্থান করবে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষকরা অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে এই ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত আবারো বাড়ানো হলো।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117