দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কয়েক বছর ধরে কলকাতার সিনেমায় নিয়মিত তিনি। কাজ করেছেন নামি-দামি নির্মাতাদের সঙ্গে। বছরের প্রথম মাসে টলিউডের তরুণ পরিচালক সৌকর্য ঘোষালের নতুন ছবি ‘ওসিডি’ এর প্রধান চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। ১ ফেব্রুয়ারির থেকে ছবিটির টানা শুটিং হবে।
একজন ব্যক্তির ‘ওসিডি’ বা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার আছে কি নেই, তা নিয়েই এগোবে ছবির গল্প। জয়া ছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা।
পরিচালক সৌকর্য জানান, তিনি এবং তার স্ত্রী পূজা যৌথভাবে তাদের সংস্থা ‘ইন্ডিজেনাস ফিল্মস’ থেকেই এই ছবি প্রযোজনা করছেন।একই পরিচালকের ‘ভূতপুরী’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।
এছাড়া গত বছরের শেষের দিকে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ ছবিতে শুটিং করেছিলেন জয়া।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117