সাদা কালো ফ্রেম। ফিনফিনে শাড়ি জড়িয়েছে শরীর। আলুথালু চুল। জিজ্ঞাসু দৃষ্টিতে লেন্সের দিকে তাকিয়ে। ‘মধুবালা’ হয়ে উঠেছিলেন শ্রীলেখা মিত্র। এক দশক আগের সেই স্মৃতি রবিবারের মেঘলা সকালে নেটমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। অতীত বিবরণীতে লিখেছেন, ‘নতুন করে মধুবালা লুক তৈরি করেছিলাম।’
১৯৪০-এর দশকের শেষ দিকে নায়িকা হিসেবে বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন মধুবালা। এত বছর পরেও তাঁর অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য চর্চার বিষয়। ‘মুঘল-এ-আজম’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘মহল’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছিলেন মধুবালা। বলিউডের চিরকালীন অগ্নিশিখা হিসেবেই মনে রখা হয় তাঁকে।
নেটমাধ্যমে শ্রীলেখার জনপ্রিয়তাও দেখার মতো। অভিনেত্রীর অনুরাগীর সংখ্যাও তাক লাগানো। বলিউড সুন্দরীর অবতারে শ্রীলেখাকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরাও। কেউ তাঁকে ‘লবঙ্গলতিকা’ নামের মিষ্টির সঙ্গে তুলনা করছেন, কেউ আবার ‘ছোটবেলার ক্রাশ’ লিখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ১১ হাজারের বেশি নেটাগরিক পছন্দ করেছেন শ্রীলেখার এই ছবি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117