ব্রেকিং নিউজ :
ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত সাতক্ষীরায় শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঝালকাঠিতে ওসমান হাদির বাড়িতে শোকের মাতম উস্কানিতে পা না দিয়ে ধৈর্য-বিচক্ষণতার সঙ্গে ঐক্য রক্ষার আহ্বান জামায়াত আমীরের গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : পার্বত্য উপদেষ্টা সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে বিএনপির ভরপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের যোগসুত্রতা আছে, তদন্ত হলে তা বেরিয়ে আসবে।
আজ শনিবার সকালে কুষ্টিয়া পুলিশ লাইনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কাবাডি প্রতিযোগীতার উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
‘পিলখানা হত্যাকান্ড একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্যের প্রেক্ষিতে মাহববুউল আলম হানিফ বলেন, এ হত্যাকান্ড চলাকালে লন্ডন থেকে তারেক রহমান একাধিকবার বেগম খালেদা জিয়াকে বাসা থেকে সরে যেতে বলেন। খালেদা জিয়া ওই দিন তড়িঘড়ি করে একটি সাদা রঙ্গের কালো গ্লাসের গাড়িতে চড়ে দু’দিন আত্মগোপনে চলে যান। কেন তারেক রহমান সেদিন তার মাকে বার বার বাসা থেকে সরে যেতে বলেছিল।
তিনি বলেন, কেন খালেদা জিয়া সেদিন বাসা থেকে বেরিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। এটাও জানার প্রয়োজন আছে। কারণ এ ঘটনার সাথে পিলখানা হত্যাকান্ডের একটা যোগসুত্র খুঁজে পাওয়া যায়। হানিফ বলেন, ‘সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় এ হত্যাকান্ড ঘটানো হয়েছিল। সেটা কোন উদ্দেশ্যে। আমারও আশা করি এই হত্যাকান্ডের সঙ্গে তারেক রহমান ও বিএনপির একটা ষড়যন্ত্র আছে, যেটা উন্মোচিত হওয়া প্রয়োজন।’
এ সময় সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সমুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের ৭টি থানার কাবাডি দলের অংশগ্রহণে কাবাডি প্রতিযোগীতা শুরুর হয়। এর আগে পুলিশ লাইনে একটি বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা  ও পায়রা-বেলুন উড়িয়ে দিনব্যাপী প্রতিযোগীতার উদ্ধোধন করা হয়।
পরে দুপুর ১টায় কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্ধোধন করেন তিনি। বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে রোটারী ক্লাবের আয়োজনে ভারতীয় হাই কমিশনার কর্তৃক কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat