সোনম কাপুর কি মা হতে চলেছেন এরকমই গুঞ্জনে মুখরিত ছিলো বলিপাড়া। এবারে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। সোনম নিজেই জানালেন সেই সুখবর।
সাম্প্রতিক কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে রয়েছেন তিনি। পরেছেন কালো পোশাক, তাতেই যেন মাতৃত্বের চিহ্ন ফুটে উঠেছে স্পষ্ট। ছবির সঙ্গে আগত সন্তানকে উদ্দেশ্যে জুড়ে দিয়েছে আবেগঘন কয়েকটি লাইন, ‘চারটি হাত। তোমাকে যত্নে বড় করে তোলার জন্য। দু’টি হৃদয়। তোমার সঙ্গে এক তালে হৃদকম্পন চলবে। একটি পরিবার। তোমাকে ভালবাসবে এবং পাশে থাকবে সব সময়। তোমার জন্য অপেক্ষা করে রয়েছি।’
গত বছর আগস্ট মাসে সোনমের বোন রিয়া কাপুরের বিয়েতে সোনমের পোশাক পরার ধরণ দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল, সোনম কি মা হতে চলেছেন? অনিল-কন্যার পরনে ছিল কালো রঙের ঢিলেঢালা পোশাক। সেই ছবি দেখেই ভক্তদের মনে মনে হয়েছিলো এবার বুঝি সোনমের ঘর আলো করে আসছে নতুন অতিথি। কিন্তু সেই গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। কিন্তু সেই গুঞ্জনই এবার সত্যি হলো। মা হতে চলেছেন সোনম কাপুর।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117