তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ছোটপোল এলাকায় বিসমিল্লাহ স্টোর নামের এক দোকান মালিকের গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ১৫ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় ওই দোকান মালিক ইয়াসির আরাফাতকে দুই লাখ টাকা জরিমানা করে দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই দোকানে তেলগুলো ঈদের আগে কিনে বেশি দামে বিক্রি করার জন্য মজুত করে রেখেছিলেন দোকান মালিক। দোকানটিকে ২ লাখ টাকা জরিমানা করে দোকান ও গোডাউনকে সিলগালা করে দেয়া হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117