রাজধানীর পোস্তগোলা ব্রিজে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ঠিকাদার নিহত হয়েছেন। নিহতের নাম সাইফুল ইসলাম জুয়েল (৪২)।নিহত জুয়েল মাগুরা জেলা সদর থানার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার পুত্র। তিনি মিরপুর ১ নম্বর সেকশনে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পোস্তগোলা ব্রিজে বাসের ধাক্কায় জুয়েল গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর গ্রীন লাইন পরিবহনের বাসটি পালিয়ে যায়। নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা জানান, সাইফুল ইসলাম জুয়েল রাজধানীর মিরপুর এলাকায় থাকতেন। সেখানে ঠিকাদারির কাজ করতেন। স্ত্রী কানিজ ফাতেমা ও দু’ মেয়ে গ্রামের বাড়িতে থাকেন। বাড়ি থেকে পাঠানো খাবার আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117