ব্রেকিং নিউজ :
বিদ্যুৎ বিভ্রাটে অচল সান ফ্রান্সিসকো, অন্ধকারে ১ লাখ ৩০ হাজার বাসিন্দা মুস্তাফিজের বোলিং নৈপুন্যে টানা দ্বিতীয় জয় দুবাই ক্যাপিটালসের গার্লফ্রেন্ড খুঁজছেন টম ক্রুজ ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত সাতক্ষীরায় শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঝালকাঠিতে ওসমান হাদির বাড়িতে শোকের মাতম উস্কানিতে পা না দিয়ে ধৈর্য-বিচক্ষণতার সঙ্গে ঐক্য রক্ষার আহ্বান জামায়াত আমীরের গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : পার্বত্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-১১-১২
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘৭ম বিজিএমইএ কাপ ফুটবল ২০২২’ এর শিরোপা  জিতেছে  বান্দো ডিজাইন লিমিটেড। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত  ফাইনালে  লায়লা গ্রুপের  বান্দো ডিজাইন  ২-১ গোলে স্নোটেক্স আউটার ওয়্যার লিঃ কে পরাজিত করে  চতুর্থবারের মতো টুর্নামেন্টের শিরোপা জয় করে।  
স্নোটেক্স আউটার ওয়্যার লিঃ ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে  এগিয়ে ছিল।  কিন্তু  দ্বিতীয়ার্ধে দুই গোল করে শেষ পর্যন্ত  ২-১ ব্যাবধানে  বান্দো ডিজাইন শিরোপা  নিজেদের ঘরে তুলে  নেয়।  ফাইনালের  ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন  বান্দো ডিজাইন নিটল। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার পান  একই দলের রাফি । স্নোটেক্স আউটার ওয়্যার লিঃ এর  ইব্রাহিম  টুনামেন্টের শ্রেষ্ঠ গোলরক্ষক এবং বান্দো ডিজাইন লিঃ এর মৃদুল মোস্ট ভ্যালুয়্যাবল খেলোয়ার নির্বাচিত হন। 
বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী এবং বিজিএমইএ’র পরিচালকবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬টি প্রতিষ্ঠান-ফকির গ্রুপ, একেএইচ গ্রুপ, উর্মি গ্রুপ, সায়েম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, ফারিহা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপ, স্নোটেক্স আউটার ওয়্যার লিঃ, এমাজিন ফ্যাশনস,  এ্যাপারেল ভিলেজ,  কিমস কর্পোরেশন, ইভিন্স গ্রুপ, টর্ক ফ্যাশনস, টিম গ্রুপ, লায়লা গ্রুপ এবং বান্দো ডিজাইন লিঃ অংশ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat