নিজ বাড়িতে বসেই কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজ দেশের খেলা দখবেন বলে জানিয়েছেন আজেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘রোববার লাখ লাখ দেশবাসীর মতো আমিও ঘরে বসে উপভোগ করব বিশ^কাপের ফাইনাল। আমার লোকদের সঙ্গে আমি এই চমৎকার মুহূর্তটি কাটাতে চাই।’
তিনি বলেন, ‘মাঠে থাকবে আমাদের শ্রেষ্ঠত্ব, আর স্ট্যান্ডে থাকবে আমাদের গর্বিত ভক্তরা।’
ফার্নান্দেজ হচ্ছেন আর্জেন্টিনোস জুনিয়রের একজন একনিষ্ঠ অনুরাগী, যে দল থেকে বেরিয়ে এসেছেন কিংবদন্তী ফুটবল সুপার স্টার প্রয়াত দিয়াগো ম্যারাডোনা। অবশ্য প্রতিপক্ষ ফরাসি দলের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ মাঠে বসে ম্যাচটি উপভোগ করবেন বলে ঘোষনা করেছে কর্মকর্তারা। এর আগে গত বুধবার মরক্কোর বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচও মাঠে বসে উপভোগ করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117