ওমানের রাজধানী মাসকাট থেকে আজ দেশে ফিরেছে জুনিয়র এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের শিরোপা জয়ী বাংলাদেশ যুব হকি দল। আজ দুপুরে চট্টগ্রাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।
বিমান বন্দরে শিরোপা জয়ী যুব হকি দলকে স্বাগত জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
গতকাল বৃহস্পতিবার ওমানের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ওমানকে পেনাল্টি শ্যুটআউটে ৭-৬ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুব হকি দল। এর আগে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের শিরোপা জয় করল বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ওমানকে ৪-০ গোলে হারিয়েই প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল বাংলাদেশ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117