বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এর আয়োজনে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র আন্ত:জেলা বরিশাল পর্ব রোববার শুরু হচ্ছে ফুটবল দিয়ে।
আগামীকাল স্থানীয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর সার্কেল মেজর মো: ইফতেখার আলম (বিএসসি) ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মো: ইউনুস (সাবেক সংসদ সদস্য)।
আন্ত:উপজেলা পর্ব থেকে উঠে আসা বরিশাল বিভাগের ৬ জেলার অনুর্ধ্ব-১৭ বছর বয়সী তরুণ-তরুণীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ বিভাগের চারটি ইভেন্ট ফুটবল,কাবাডি, ব্যাডমিন্টন ও কারাতে।
এ ছাড়া বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগের দাবা ও এ্যাথলেটিকস।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117