ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৭৯৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২১ সালে করোনা পরবর্তী সময়ে মুক্তি পাওয়া ‘পুষ্পা : দ্য রাইজ’ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস তৈরি করে। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও দারুণ প্রভাব ফেলে দক্ষিণী এ সিনেমাটি। শুধু তাই নয়, সিনেমাটির সাফল্যে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে রাতারাতি সর্বভারতীয় স্তরে পরিচিত দেয়।
সিনেমাটির আইটেম গানে দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর নাচ ঝড় তোলে সিনেপ্রেমীদের মাঝে। ক্যারিয়ারের প্রথম আইটেম গানেই বাজিমাত করেন এই অভিনেত্রী। এরপর থেকেই দর্শকরা সিনেমাটির সিক্যুয়েলের অপেক্ষা করছেন। এরই মধ্যে ‘পুষ্পা: দ্য রুল’ শিরোনামে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে।
তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন, এবার আইটেম গানে মাত করবেন কে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার কৌতুহল কিছুটা হলেও কমলো।
সিনেমাটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই সিনেমাটিকে আইটেম নম্বরে দেখা যাবে অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে। তবে পারিশ্রমিকে তিনি পেছনে ফেলতে পারেননি সামান্থাকে।
জানা গেছে, প্রথম পর্বে ‘উ অন্তভা’ শিরোনামের আইটেম গানটি ৩ মিনিটের ছিল। যার জন্য প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন সামান্থা। কিন্তু দ্বিতীয় কিস্তির গানে ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেবেন ঊর্বশী। তবে পারিশ্রমিকের বিষয়টি চিন্তা না করে বক্স অফিস কাঁপানো সিনেমার সিক্যুয়েলে সুযোগ পাওয়াকেই বিশেষ অর্জন মনে করছেন ঊর্বশী। তাছাড়া বলিউডে আইটেম গানে বেশ নামডাকও রয়েছে তার। সব মিলিয়ে দারুণ কিছু হবে বলেই মনে করছেন তিনি।
উল্লেখ্য, এরইমধ্যে ভারতের একাধিক জায়গায় সিনেমাটির শুটিং করেছেন আল্লু অর্জুন, রেশমিকা মান্দানাসহ ও পুরো টিম। আগামী বছর মে মাস সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat