সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মল্লিকা সিনেমা হলে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত একটি শ্যাম বেনেগাল চলচ্চিত্র প্রদর্শনী করা হচ্ছে।
৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতার আন্দোলন এবং ৭৫ এর ঘাতক কর্তৃক পৃথিবীর জঘন্যতম হত্যাকান্ড সংঘটিত বিষয়াবলি নিয়ে নির্মিত মুজিব নামের সিনেমাটি।
মুজিব একটি জাতির রূপকার, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে একটি চলচ্চিত্র ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত মুজিব সিনেমা একটি চমৎকার সিনেমা যা ৫২ ও ৭১ সালের রণাঙ্গনের কথাকে মনে করিয়ে দেয়।
১৪ অক্টোবর' সকাল ১১ঃ০০টায় উল্লাপাড়া মল্লিকা সিনেমা হলে ২২১ জন নারী-পুরুষকে সাথে করে সবার জন্যে নিজ হাতে টিকিট কেঁটে সিনেমাটি উপভোগ করলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামিলীগ থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।
মুজিব সিনেমাটি উপভোগকারী ইঞ্জিনিয়ার শওকাত ওসমান বলেন
অতিব চমৎকার এবং বাস্তবমুখী সিনেমা। ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতার আন্দোলন এবং ৭৫ এর ঘাতক কর্তৃক পৃথিবীর জঘন্যতম হত্যাকান্ড সংঘটিত বিষয়াবলি ঘিরে নির্মিত সিনেমাটি উপভোগ করার জন্যে উল্লাপাড়া-সলঙ্গাবাসীকে বিনীতভাবে অনুরোধ করছি।
ধন্যবাদ জানাই বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত একটি শ্যাম বেনেগাল চলচ্চিত্র।