ব্রেকিং নিউজ :
সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব সমাপ্ত ঝিনাইদহ-৪ আসনে স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন বাগেরহাটে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬৫ জন হাসপাতালে ভর্তি আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মাঠপর্যায়ে নির্বাচনের উদ্বুদ্ধকরণ প্রচার জোরদারে জেলা তথ্য অফিসারদের প্রতি তথ্য উপদেষ্টার নির্দেশ তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শনে গেলেন শিক্ষা উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৭৬৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌসুম শেষে জার্গেন ক্লপের জায়গায়  লিভারপুলের কোচের দায়িত্ব নেবার বিষয়টি উড়িয়ে দিয়েছেন টটেনহ্যাম বস আনগে পোস্তেকোগ্লু। একইসাথে তিনি জানিয়েছেন এই ধরনের গুজবের প্রতি তার কোন আগ্রহ নেই। 
গত মাসে ক্লপ হঠাৎ করেই লিভারপুল ছাড়ার ঘোষনা দিয়ে সকলকে হতবাক করে দেন। এর মাধ্যমে রেডসদের সাথে ক্লপের নয় বছরের সম্পর্কের অবসান হতে যাচ্ছে।
লিভারপুলের খেলোয়াড় হিসেবে পাঁচ বছর কাটানো বায়ার লেভারকুজেনের কোচ জাভি আলনসো মার্সিসাইড দলটির দায়িত্ব নিতে ফেবারিটের তালিকায় শীর্ষে রয়েছেন। 
ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত  রিপোর্টে বলা হয়েছে  অস্ট্রেলিয়ান পোস্তেকোগ্লুও পরবর্তী কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। লিভারপুলই পোস্তেকোগ্লুর প্রতি আগ্রহ প্রকাশ করেছে। 
কিন্তু স্পার্স বস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামই তার মূল লক্ষ্য। লন্ডনের ক্লাবটিতে প্রথম মেয়াদে যতটা সম্ভব ভাল অবস্থানে থেকে তিনি মৌসুম শেষ করতে চান। 
এ সম্পর্কে পোস্তেকোগ্লু বলেছেন, ‘আমি হয়তোবা সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারি। আমার মনে হয়না এ বিষয়ে কিছু বলার আছে। কারন এই মুহূর্তে আমার ব্যক্তিগত ও পেশাদার জীবনে কোন দায়িত্বটা মূখ্য তা আমি ভালভাবেই বুঝতে পারছি। মাত্রই আমি লন্ডনের ক্লাবটিতে এসেছি। মাত্র সাত মাস হলো এখানকার জীবনের সাথে মানিয়ে নিয়েছি। এখনই কিছু বলা মোটেই ঠিক হবে না।’  
সেল্টিক ও অস্ট্রেলিয়ার সাবেক বস আরো বলেছেন, ‘একজন কোচের জন্য এটাই সবচেয়ে মজার দিক। আমরা যখন ভাল কিছু করতে পারিনা তখনই প্রশ্ন ওঠে এখান থেকে আমরা পরবর্তীতে কোন ক্লাবে যাচ্ছি। আবার যখন সবকিছু প্রত্যাশা মত চলে তখনো প্রশ্ন ওঠে এই ক্লাব ছেড়ে অন্যত্র যাচ্ছি কিনা। এটাই বাস্তবতা। যার বেশীরভাগই আমাদের হাতে থাকে না।’
লিভারপুলের সাথে জড়িত থাকার বিষয়টি কি মজা করে বলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্পার্স বস বলেছেন, ‘এটা কোন অর্থ বহন করেনা। কিন্তু দিনের শেষে আমি একটি ভাল কাজে জড়িত আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ আমার কাজকে স্বীকৃতি দিচ্ছে। গুজবে আমার কখনই কোন আগ্রহ ছিলনা।’
৫৮ বছর বয়সী পোস্তেকোগ্লু আরো বলেছেন কোচ হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে তিনি এটুকু বুঝতে পেরেছেন কোন কাজটার প্রতি  গুরুত্ব বেশী দিতে হবে, ‘এই মুহূর্তে আমার মূল দায়িত্ব হলো টটেনহ্যামের হয়ে শক্তিশালী ভাবে মৌসুম শেষ করা, ভবিষ্যতে সকলের জন্য একটি শক্ত ভিত গড়ে দিয়ে যাওয়া। মৌসুমের শেষ ১৪টি ম্যাচে পরিপূর্ণ ভাবে মনোযোগী হতে পারলেই কেবল এটা সম্ভব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat