ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ৩২৪৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়ে সফরকারী শ্রীলংকা। ৯২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৫ উইকেটে ১১৯ রান করেছে লংকানরা। 
প্রথম ইনিংসে শ্রীলংকার ২৮০ রানের জবাবে ১৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই শ্রীলংকাকে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে দিন শেষে ৩ উইকেটে ৩২ রান করেছিলো টাইগাররা। মাহমুদুল হাসান জয় ৯ ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম শূণ্য হাতে অপরাজিত ছিলেন।
আজ, দ্বিতীয় দিন প্রথম ব্যাটার হিসেবে আউট হন জয়। শ্রীলংকার পেসার লাহিরু কুমারার বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ১২ রানে আউট হন জয়। 
৩টি চারে ইনিংস শুরু করেও বেশি দূর যেতে পারেননি শাহাদাত হোসেন। কুমারার দ্বিতীয় শিকার হয়ে ১৮ রানে থামেন শাহাদাত। 
শাহাদাতের বিদায়ে ক্রিজে এসে ৪টি চারে বড় ইনিংসের আভাস দিয়েছিলেন উইকেটরক্ষক লিটন দাস। কিন্তু কুমারার হালকা ইন-সুইংয়ের ডেলিভারি সামলাতে না পেরে বোল্ড হন ২৫ রান করা লিটন। 
দলীয় ১২৪ রানে লিটন ফিরলেও, টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির পথে ছিলেন তাইজুল। কিন্তু ৩ রান দূরে থাকতে কাসুন রাজিথার শিকার হন তিনি। ৮০ বল খেলে ৬টি চারে ক্যারিয়ার সেরা ৪৭ রান করেন তাইজুল। 
তাইজুলের পর মেহেদি হাসান মিরাজকেও ১১ রানে থামিয়ে দেন রাজিথা। মিরাজের আউটে হলেও দেড়শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে শ্রীলংকার বোলারদের উপর চড়াও হন দুই টেল-এন্ডার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। স্পিনার প্রবাথ জয়সুরিয়ার করা ৪৭তম ওভারে শরিফুল ২টি ও খালেদ ১টি ছক্কায় ১৯ রান তুলেন। শরিফুল-খালেদের জমে যাওয়া জুটিতে ২শর পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। 
কিন্তু শ্রীলংকার মাথা ব্যাথার কারন হয়ে উঠা শরিফুল ও খালেদকে আউট করে, ১৮৮ রানেই বাংলাদেশ ইনিংসের সমাপ্তি টানেন আগের দিন ২ উইকেট নেওয়া বিশ^ ফার্নান্দো। 
শরিফুল ১৫ ও খালেদ ২২ রান করেন। শ্রীলংকার তিন পেসার ফার্নান্দো ৪টি, কুমারা-রাজিথা ৩টি করে উইকেট নেন।
৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও প্রথম বলেই উইকেট হারাতে পারতো শ্রীলংকা। কিন্তু রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ইনিংসের প্রথম ২১ বলের মধ্যে দুই রিভিউ শেষ করে ফেললেও ষষ্ঠ ওভারে প্রথম উইকেটের দেখা পায় টাইগাররা। 
অভিষিক্ত পেসার নাহিদ রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ১০ রান করা নিশান মাদুশকা। তিন নম্বরে নামা কুশল মেন্ডিসকে(৩) বাউন্সারে কুপোকাত করে দ্বিতীয় উইকেটের দেখা পান রানা। 
৩২ রানে ২ উইকেট পতনের পর আরেক ওপেনার দিমুথ করুনারতœকে নিয়ে দলের রান ৫০ পার করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১৮তম ওভারে প্রথম আক্রমনে এসে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার তাইজুল। কাট করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন ২২ রান করা ম্যাথুজ। 
২০তম ওভারে প্রথম বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতে চান্ডিমালের বিপক্ষে মিরাজ লেগ বিফোর আবেদন করলেও, তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে  রিভিউ নিয়ে চান্ডিমালকে খালি হাতে বিদায় করে বাংলাদেশ। 
৬৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। এ অবস্থায় ৪৮ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন করুনারতেœ ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারে নিজের  ৩৬তম অর্ধশতক পূর্ন করেন করুনারতেœ। হাফ-সেঞ্চুরির দু’বল পরই শরিফুলের বাউন্সারে পুল করে ডিপ ফাইন লেগে রানাকে ক্যাচ দেন ৭টি চার ও ১টি ছক্কায় ১০১ বলে ৫২ রান করা করুনারতেœ।
করুনারতেœ ফেরার পর নাইটওয়াচম্যান ফার্নান্দোকে নিয়ে দিনের খেলার শেষ করেন ধনাঞ্জয়া। ফার্নান্দো ২ ও ধনাঞ্জয়া ২৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের রানা ২টি, শরিফুল-তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট নেন। 
স্কোর কার্ড : 
শ্রীলংকা প্রথম ইনিংস : ২৮০/১০
বাংলাদেশ প্রথম ইনিংস (আগের দিন ৩২/৩, ১০ ওভার, জয় ৯, তাইজুল ০) :
জয় ক ডি সিলভা ব কুমারা ১২
জাকির এলবিডব্লু ব বিশ^ ফার্নান্দো ৯
নাজমুল এলবিডব্লু ব বিশ^ ফার্নান্দো ৫
মোমিনুল ক মেন্ডিস ব রাজিথা ৫
তাইজুল ব মেন্ডিস ব রাজিথা ৪৭
শাহাদাত ক ডি সিলভা বি কুমার ১৮ ২৬ ৩ ০ ৬৯.২৩
লিটন দাস ব কুমারা ২৫
মিরাজ ক ফার্নান্দো ন রাজিথা ১১
শরিফুল ক এন্ড ব ফার্নান্দো ১৫ 
খালেদ ক মেন্ডিস ব ফার্নান্দো ২২ 
নাহিদ রানা অপরাজিত ০
অতিরিক্ত (বা-৯, লে বা-৭, নো-২, ও-১) ১৯
মোট (অলআউট, ৫১.৩ ওভার) ১৮৮
উইকেটের পতন : ১-১১ (জাকির), ২-১৭ (নাজমুল), ৩-৩১ (মোমিনুল), ৪-৫৩ (জয়), ৫-৮৩ (শাহাদাত), ৬-১২৪ (লিটন), ৭-১৪০ (তাইজুল), ৮-১৪৭ (মিরাজ), ৯-১৮৭ (শরিফুল), ১০-১৮৮ (খালেদ)। 
শ্রীলংকা বোলিং :
বিশ^ ফার্নান্দো : ১৫.৩-২-৪৮-৪ (ও-১, নো-১),
রাজিথা : ১৬-৩-৫৬-৩ (ও-১),
কুমারা : ১২-১-৩১-৩,
জয়সুরিয়া : ৭-১-৩৩-০,
ধনাঞ্জয়া : ১-০-৪-০।
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস :
মাদুশকা ক লিটন ব রানা ১০
করুনারতেœ ক রানা ব শরিফুল ৫২
কুসল ক লিটন ব রানা ৩
ম্যাথুজ ক লিটন ব তাইজুল ২২ 
চান্দিমাল এলবিডব্লু ব মিরাজ ০
ধনাঞ্জয়া অপরাজিত ২৩
বিশ^ ফার্নান্দো অপরাজিত ২
অতিরিক্ত (বা-৪, লে বা-২, নো-১) ৭
মোট (৫ উইকেট, ৩৬ ওভার) ১১৯
উইকেটের পতন : ১-১৯ (মাদুশকা), ২-৩২ (কুশল), ৩-৬০ (ম্যাথুজ), ৪-৬৪ (চান্ডিমাল), ৫-১১৩ (করুনারতেœ)।
বাংলাদেশ বোলিং :
শরিফুল : ১১-১-২৭-১,
খালেদ : ৭-১-২৭-০,
রানা : ১০-০-৪২-২ (নো-১),
তাইজুল : ৬-২-১২-১,
মিরাজ : ২-১-৫-১।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat