টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৯২ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন পাকিস্তানী বাঁ-হাতি স্পিনার আসিফ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে অভিষেকে ৫ উইকেট দখল করে আফ্রিদি নতুন এই কৃতিত্ব অর্জন করেন।
১৯৩৩ সালে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট এতদিন পর্যন্ত এই রেকর্ড নিজের করে রেখেছিলেন। দীর্ঘদিন পর অভিষেকে ৫ উইকেট দখল করে আফ্রিদি তাকে ছাড়িয়ে গেলেন।
৩৮ বছর ৩০১ দিন বয়সে পাকিস্তানী এই স্পিনার রেকর্ড গড়লেন। ম্যারিয়ট এই রেকর্ড করেছিলেন ৩৭ বছর ৩৩২ দিন বয়সে।
আফ্রিদি একে একে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ট্রিস্টান স্টাবস, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেনে ও সাইমন হার্মারকে।
টেস্ট অভিষেকে ৩৫ বছরের বেশী বয়সে মাত্র চারজন ক্রিকেটার ৫ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন। আফ্রিদি ও ম্যারিয়ট ছাড়া এই তালিকায় আরো আছেন ওয়েস্ট ইন্ডিজের হাইন্স জনসন। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে জনসন এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এরপর ১৯০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ডি. ডব্লিউ কার অভিষেকে ৫ উইকেট পেয়েছিলেন।
৩৮ বছর বয়সী একমাত্র খেলোয়াড় হিসেবে আফ্রিদি এই মাইলফলক স্পর্শ করেছেন। বাকি তিনজন করেছেন ৩৭ বছর পার করার পর।
পাকিস্তানী বোলারদের মধ্যে নোমান আলি অভিষেকে ৩৪ বছর বয়সে ২০২১ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট দখল করেছিলেন। এছাড়া ৩৩ বছর বয়সে বিলাল আসিফও এই কৃতিত্ব অর্জন করেছেন।