ব্রেকিং নিউজ :
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চট্টগ্রামে দখলমুক্ত হচ্ছে শেখ বশির সড়ক সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা পিরোজপুরে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা বৃত্তি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব পুঁজিবাজারে অনিয়ম : সাবেক চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৪৩৪৫৪৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবহন সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানোর মধ্য দিয়ে সিলেটে আজ বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। 

এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, প্রতিটি মানুষের জীবন অমূল্য। সড়কে কোনো প্রাণ ঝরে যাক এটি কারোর কাম্য নয়। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে সড়কে মৃত্যুহার কমানো সম্ভব। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটি) ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সড়কে নিরাপত্তা নিশ্চিতে বিআরটিএ’র ভূমিকা সম্পর্কে তিনি বলেন, সঠিকভাবে যাচাই করে গাড়ির ফিটনেস দিতে হবে, ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে চলতে না পারে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে শুধু যোগ্যদেরই বিবেচনা করতে হবে। 

পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সড়ক আইনসহ পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ন্যূনতম শিক্ষা গ্রহণ করে দক্ষতা উন্নয়ন করতে হবে। সড়কে সবসময় রোড সাইন মেনে চলতে হবে। 

সড়ক দুর্ঘটনা এড়াতে প্রতিবার গাড়ি চালানো শুরুর পূর্বে গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ অভিনেতা ইলিয়াস কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার সুস্থতা কামনা করেন বিভাগীয় কমিশনার। এ আন্দোলনকে সফল করে নিরাপদ বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিভাগীয় কমিশনার বক্তব্য শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ হতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারের মাঝে ৭৩ লাখ টাকার চেক প্রদান করেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, পরিবহন খাত সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

এর আগে বিভাগীয় কমিশনার পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫-এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসন চত্বর থেকে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর বন্দর বাজার প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat