নিজস্ব প্রতিনিধি: - চারদিনের ভারত সফর শেষে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা জানানোর আয়োজন থেকে সরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ব্যাপারে দলটির পক্ষ থেকে এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন হলেও খোদ শেখ হাসিনার নির্দেশেই এটি বাতিল করা হয়েছে।
দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মূলত ভারত সফর শেষে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। এ সময় আওয়ামী লীগ নেতারা তাকে গণসংবর্ধনা জানাবে বলে ঠিক করে। এ জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত রাস্তায় ব্যাপক গণজমায়েত করার কথা ছিল। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117