নিজস্ব প্রতিনিধি:- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা বিএনপিকে ভাগ করতে চাই না। আমরা চাই বিএনপি সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।হাছান মাহমুদ বলেন, বিএনপি সারা দেশে কর্মী সমাবেশের ডাক দিয়েছে। কর্মীদের সুসংগঠিত করার সমাবেশে মারামারি ও চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। তিনি বলেন, আজকে বিএনপির অসহায়ত্ব দেখে আমরা হতাশ। তারা বিদেশিদের মাধ্যমে আলোচনার জন্য অনুনয় বিনয় করছে। আমরা আলোচনায় রাজি আছি, তবে কোনো জঙ্গিগোষ্ঠী, যুদ্ধাপরাধীর সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি নই। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117