ব্রেকিং নিউজ :
জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের শুরুর দিকে রিপোর্ট চূড়ান্ত করবেন : ফলকার টুর্ক সায়েমা ওয়াজেদ ‘নিষ্ক্রিয়’ হওয়ায় বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করবে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় এসেছে থাইল্যান্ডের চিকিৎসকদল সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের দোকান চাঁদপুরের বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ২৩৪৩৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেস্ট দলের ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া।

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ শেষ হবার চারদিন পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অসিরা। 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নির্বাচকরা বিশ্রাম দিয়েছেন তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং মিচেল মার্শ-ট্রাভিস হেডসহ আরও কিছু টেস্ট খেলোয়াড়কে।

সম্প্রতি মেরুদন্ডের নিচের অংশে অস্ত্রোপচার হওয়ায় পুরো গ্রীষ্ম মৌসুমের জন্য ছিটকে গেছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। 

টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে জশ ইংলিস, এডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাট শর্টকে। এখনো অধিনায়কের নাম জানায়নি অস্ট্রেলিয়া। সাধারণত টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন মার্শ। 

ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন পেসার জেভিয়ার বার্টলেট, ন্যাথান এলিস এবং স্পেন্সার জনসন। 

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘এই দলের সবাই টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে। পুরো সিরিজেই তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ভালোভাবে কাজে লাগাবে বলে আমরা আশা করছি।’

দুই সপ্তাহ আগে ঘোষিত ওয়ানডে দলে রাখা হয়েছে কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউডকে। তবে ঐ সিরিজে পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন মার্শ ও হেড।

১৪ নভেম্বর থেকে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। পরের দু’টি হবে যথাক্রমে ১৬ এবং ১৮ নভেম্বর। ২২ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। 

৪ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল : সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat