গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজন বেড়ে মোট ১৭ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত হওয়া তিনজনই একই পরিবারের সদস্য, যাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। তাদের পরিবারের একজন ইতালি ফেরত।বৃহস্পতিবার দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।আইইডিসিআরের পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাসকে আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের পিপি সরবরাহ করা হচ্ছে। আরো এক লাখ নতুন কিট ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আনা হচ্ছে।সংবাদ সম্মেলনে দেশের নাগরিকদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বিদেশ ফেরতদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117