ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২০-০৪-২৮
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে আরো ১ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, দেশটি কোভিড-১৯ ভাইরাসে প্রায় ১০ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। সোমবার রাতে জনস হফকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটি রাত সাড়ে ৮ টায় (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) জানায়, এনিয়ে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৫৬ হাজার ১৪৪ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৯ লাখ ৮৭ হাজার ২২ জনে দাঁড়ালো।
এদিকে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১ লাখ ১১ হাজার ১০৯ এ ভাইরাস থেকে সুস্থ্য হয়ে উঠেছে।
সোমবারের ২৪ ঘণ্টার মৃতের এ সংখ্যা প্রায় রোববারের মৃতের সংখ্যার মতো থাকলেও এ সংখ্যা শনিবারের মৃতের সংখ্যার ২ হাজার ৪৯৪ জনের চেয়ে অনেক কম।
সোমবার আরো অনেক অঙ্গরাজ্য করোনা ভাইরাস সংক্রান্ত লকডাউন তুলে নেয়া শুরু করলেও সরকারি কর্মকর্তারা জানান, এখনও হাসপাতালে ভর্তির অনেক চাপ থাকায় এক্ষেত্রে নিউইয়র্কের কোন ব্যস্ততা নেই। নিউইয়র্ক হচ্ছে আমেরিকার অর্থনীতির মূল ইঞ্জিন ও করোনা ভাইরাসের উৎপত্তিকেন্দ্র।
এদিকে, করোনা ভাইরাসের কড়াকড়ি শিথিল করা সর্বশেষ অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে কলোরাডো, মিনেসোটা, মিসিসিপি এবং টেনেসি। তবে, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কোমো জানান, তিনি সবচেয়ে বেশি করোনা ভাইরাস ছড়িয়ে পড়া বিভিন্ন এলাকায় লকডাউন পদক্ষেপ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছেন।
আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য নিউইয়র্কে কোভিড-১৯ ভাইরাসে ১৭ হাজার ৩০০ জনের বেশি প্রাণ হারিয়েছে এবং প্রায় ২ লাখ ৯২ হাজার আক্রান্ত হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ শিক্ষাবর্ষ সমাপ্তির আগেই যুক্তরাষ্ট্রের অনেক স্কুল ফের খুলে দেয়ার আশা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat