যুক্তরাষ্ট্রে পরপর তৃতীয় দিনের মতো ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারালো । বৃহস্পতিবার জনস হফকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার কোভিড-১৯ ভাইরাসে মোট ২ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে বুধবার ২ হাজার ৫০২ জন ও মঙ্গলবার ২ হাজার ২০৭ জন প্রাণ হারায়।
বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটি জানায়, এনিয়ে যুক্তরাষ্ট্রে এখন মৃতের সংখ্যা বেড়ে মোট ৬২ হাজার ৯০৬ জনে দাঁড়ালো।
বিশ্বে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হওয়ায় এখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।
বর্তমানে করোনাভাইরাসের সবচেয়ে ভয়াবহ ধাক্কাটি যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে যাওয়ায় দেশটির সরকার এটি দমনে জোর লড়াই চালিয়ে যাচ্ছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117