ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে রাষ্ট্র সমর্থিত উপজাতি বাহিনীর ওপর ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় ১১ জন নিহত হয়েছে।
নিরাপত্তা ও মেডিক্যাল সূত্র এ খবর জানিয়েছে।
বাগদাদ বিমানবন্দরের কাছে আল-রাদওয়ানিয়াহ সেনা ইউনিটে উপজাতি হাশেদ বাহিনীর ওপর রোববার জিহাদিরা গ্রেনেড হামলা চালায়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আইএস মনিটরিং টাওয়ারে হামলা চালায়। এতে হাশেদ গ্রুপের পাঁচজন এবং ছয়জন স্থানীয় লোক প্রাণ হারায়। স্থানীয়রা হামলা মোকাবেলায় এগিয়ে এসেছিল।মেডিক্যাল সূত্র জানিয়েছে, আহত আরো আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।আইএসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি।তিন বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযানের পর ২০১৭ সালের শেষে ইরাক আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়।
কিন্তু রাষ্ট্রীয় স্থাপনা ও নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে আইএস মাঝেমাঝেই হামলা চালিয়ে আসছে। তবে, রাজধানীর খুব কাছাকাছি হামলা চালানোর ঘটনা ব্যতিক্রম।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117