আজ ০৯/১১/২০২০ইং সোমবার সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে মিডিয়ার ভীড়। সকলেই অপেক্ষা করছে সাকিব আল হাসানের জন্য। আজ সকাল ৯টায় তার ফিটনেস টেস্ট দিতে আসার কথা। সকাল সাড়ে ৯টা বাজার আগেই মিরপুরের মাঠে পা রাখলেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। প্রায় ১২ মাস পর (৩৭৫ দিন) বিশ্বসেরা অলরাউন্ডারের মিরপুর স্টেডিয়ামে আগমন।
ঠিক এই মাহেন্দ্র ক্ষণের জন্যই হয়তো অপেক্ষা করছিল পুরো দেশের ক্রিকেটপ্রেমী।গত বছরের ২৯ অক্টোবর ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ হওয়ার পর মিরপুরের হোম অব ক্রিকেট ছেড়েছিলেন সাকিব। নিষেধাজ্ঞা উঠে যাবার পর আবারও জাতীয় দলের জার্সিতে নিজেকে দেখতে পাবার আশায় সোমবার থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্টে অংশ নিতে এসেছেন তিনি।
সকাল সাড়ে ৮টার দিকে মিরপুরে ইনডোরে সময় কাটিয়ে জিমে ঢোকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।চলতি মাসে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117