টাঙ্গাইল, জেলার নাগরপুরে গতরাত সাড়ে ১২টায় ট্রাক ও মোটারসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছেন। টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের উপজেলার দাসপাড়া এলাকায় এ দুঘটনা ঘটে। নিহতরা হলো- মমতাহিয়া সুকন্যা (১৫), শুভ (১৮) এবং বাপ্পি (১৮)। জানাগেছে মৃতরা সকলেই বন্ধু ছিলেন।
নাগরপুর থানার তদন্ত ওসি বাহালুল খান বলেন, নাগরপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি উপজেলার দাসপাড়া এলাকায় পৌছলে নাগরপুরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত এবং ২ জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে রাত ১টার দিকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যবরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117