প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী বাহরাইনের প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা বুধবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। খবর এএফপি’র।
বাহরাইন বার্তা সংস্থা (বিএনএ) জানায়, যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সারাদেশে এক সপ্তাহের শোক পালন করা হবে।
মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার পর তার দাফন সম্পন্ন হবে। করোনা ভাইরাসের কারণে নির্দিষ্ট ও স্বল্পসংখ্যক আত্মীয় স্বজন দাফনের সময়ে উপস্থিত থাকবেন।
শোক পালনকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহ তিনদিন বন্ধ থাকবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117