ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্বে ‘ক্ষমতাশালী’ ক্রিকেটার বললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেইলর। টেলরের মতে, মাঠে আগ্রাসী অধিনায়ক কোহলি। এমন অধিনায়ক দেখা যায় না। আর মাঠের বাইরে দেশের মুখ হিসেবে সফলভাবে নিজেকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন কোহলি।
সীমিত ওভারের দুই ফরম্যাট ও টেস্ট সিরিজ খেলতে এখন অস্ট্রেলিয়ায় রয়েছে ভারত। সিরিজ শুরুর আগেই টান-টান উত্তেজনা বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। তবে টেস্ট সিরিজের শেষ তিন টেস্টে খেলবেন না কোহলি। তাতে অনেকেই হতাশ। সকলের প্রত্যাশা ছিল কোহলির উপস্থিতিতে প্রতিন্দ্বন্দিপূর্ণ সিরিজের। কিন্তু তাতে এখন ভাটা পড়েছে। তবে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান কোহলির বন্দনায় ঠিকই মেতে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে টেলর বলেন, ‘বিশ্ব ক্রিকেটে কোহলি একজন অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তিত্ব। মাঠে আগ্রাসী নেতৃত্ব দেয়। আবার মাঠের বাইরেও ঠিক ভাবে দেশের প্রতিনিধিত্ব করে। এই দু’টি ভূমিকা দক্ষতার সাথে পালন করছেন কোহলি।’
সদ্যই কোহলিকে অন্য পাঁচ ক্রিকেটারের মত বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। পাইনের ওমন মন্তব্যের সাথে একমত নন টেইলর। তিনি বলেন, ‘অন্যান্য ক্রিকেটার থেকে অনেক আলাদা কোহলি। বিশ্ব ক্রিকেটকে শাসন করার ক্ষমতাতেই তা প্রকাশ পাচ্ছে। তাকে নিয়ে প্রতিপক্ষকে ভাবতে হয়, অনেক পরিকল্পনা করতে হয়। বেশিরভাগ সময়ই সেসব পরিকল্পনা অনায়াসে ভেস্তে দিয়েছেন কোহলি।’
টেস্ট সিরিজে কোহলির খেলা মিস করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন টেইলর। তিনি বলেন, ‘এটি খুবই হতাশার কোহলি টেস্ট সিরিজে থাকবে না। সে থাকলে সিরিজটি অনেক বেশি উত্তেজনা ছড়াতো। তবে সবকিছুর উর্ধ্বে পরিবার। প্রথম বাবা হওয়ার অনুভূতি যেকোন কিছুর নয়। কোহলির জন্য অগ্রিম শুভেচ্ছা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat