ভারতের উত্তরাঞ্চলীয় পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশে সোমবার একটি যাত্রীবাহী গাড়ি একটি নদীর ধারে পড়ে গিয়ে কমপক্ষে সাত জন নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছে। স্থানীয় এক পুলিশ সিনহুয়াকে এ খবর নিশ্চিত করে।
প্রদেশের মান্দি জেলায় স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহনটিতে মোট আটজন আরোহী ছিল। ঘটনায় চালক একা বেঁচে গেছে। তবে, তার অবস্থা আশংকাজনক। নিহতরা সবাই ছিল শ্রমিক। এখনো নিহতদের কোনো পরিচয় জানা যায়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দুর্ঘটনা ও প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন।
স্থানীয় পুলিশ আরো জানায়, উদ্ধার কাজ শেষ হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117