জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ জেলার কোটালীপাড়া উপজেলায় ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত দিনব্যাপি এ মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
উপজেলার পীড়ারবাড়ী হাট নাটমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন কোটালীপাড়া উপজেলা আওয়ায়ী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অরুন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117