টি-টুয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান ক্লাবের সদস্য হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পঞ্চম ম্যাচে আজ গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৩ রান করেন জেমকন খুলনার হয়ে খেলতে নামা সাকিব। এর ফলে টি-টুয়েন্টি ক্রিকেটে ৫হাজার রানের ক্লাবে প্রবেশ করেন সাকিব।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ খেলার আগে টি-টুয়েন্টিতে সাকিবের ব্যাটিং পরিসংখ্যান ছিলো ৩১০ ম্যাচের ২৮২ ইনিংসে ৪৯৯৭ রান। ৫ হাজার রানের জন্য ৩ রান প্রয়োজন ছিলো তার। প্রয়োজনীয় ৩ রান মিটিয়ে বিশ্বের ৬৬তম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার ন্রসর মাইলকফলক স্পর্শ করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ, অ্যাডিলেড স্টাইকার্স, বাংলাদেশ ‘এ’, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বার্বাডোজ ট্রাইডেন্টস, ব্রাম্পটন উলভস, ঢাকা গ্লাডিয়েটর্স, জেমকন খুলনা, জ্যামাইকা তালাওয়াশ, করাচি কিংস, খুলনা বিভাগ, কলকাতা নাইট রাইডার্স, পেশোয়ার জালমি, সানরাজার্স হায়দারাবাদ ও ওরচেস্টাশায়ারের হয়ে খেলেছেন সাকিব।
টি-টুয়েন্টি বল হাতে সাকিবের উইকেট সংখ্যা ৩০৪ ইনিংসে ৩৫৫টি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117