আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর অভিযানে কমপক্ষে ১১ জঙ্গি সদস্য নিহত হয়েছে। খবর সিনহুয়ার।
বিবৃতিতে বলা হয়, নওয়া, নাদ আলী এবং নহর-ই-সারাজ এলাকায় চালানো এসব অভিযানে ১১ জন নিহত ও দু’জন আহত হয়েছে।
অভিযান চলাকালে জঙ্গিদের বিভিন্ন গোপন ঘাঁটি এবং অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, হেলমান্দ ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় জঙ্গিদের দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
হেলমান্দ এবং পার্শ্ববর্তী কান্দাহার, জবিউল ও উরুজগান প্রদেশে সক্রিয় তালেবান জঙ্গিদের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব হতাহতের ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117