ভোলা,জেলার সদর ও বোরহানউদ্দিন উপজেলায় আজ পৃথক অনুষ্ঠানে প্রায় ১২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। দুপুর ১টায় বোরহানউদ্দিন উপজেলায় ৬ হাজার ৫৯০ জনের মধ্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় প্রাকৃতিক দুূর্যগের ক্ষতি পুষিয়ে নিতে রবি মৌসুমের পুনর্বাসনের আওতায় ১৪০ জন কৃষককে বীজ ও সার, রবি প্রণোদনার ২ হাজার ২৫০ জন বীজ ও সার ও হাইব্রিড বোরো ধানের বীজ সহায়তা দেয়া হয়েছে ৪ হাজার ২০০ কৃষককে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জনিমউদ্দিন হায়দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারুক প্রমূখ।
এর আগে ভোলা সদর উপজেলার হলরুমে সদরের ৫ হাজার ৩৬০ জন ক্ষুদ্র কৃষকের মধ্যে বীনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117