তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, তরুণদের একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।
তিনি বলেন, ‘ ১৯৭১-এ আমাদের পূর্বসূরীরা জীবন উৎসর্গ করে যেভাবে দেশপ্রেম, মানবতার দেদীপ্যমান শিখা প্রজ্জলিত রেখেছেন, আজকের তরুণদেরও সে চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে ও দেশের সেবায় কাজ করতে হবে। করোনা মহামারিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সেবায় আত্মনিমগ্ন হতে হবে।’
ডা. মো. মুরাদ হাসান আজ সকালে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নব নিযুক্ত পেইড পার ভলান্টিয়ারদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ডা. অজিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, জামালপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সাজদা-ই-জান্নাত, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব উদ্দিন আহমেদ প্রমুখ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117