পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাদারীপুরে আজ সকাল ১০টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি আনন্দ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারের নেতৃত্বে মিছিলটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে দেশ ও বিদেশে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছিল। সব বঁাঁধা পেরিয়ে ৬.১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতু দৃশ্যমান। এজন্য শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানিয়ে নেতাকর্মীরা বলেন, দেশের উন্নয়নে বারবার শেখ হাসিনা সরকার দরকার। এ পদ্মা সেতু চালু হলে শিক্ষা, সাংস্কৃতিক, কৃষিসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ফলে আলোকিত হবে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117