সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উল্লাপাড়ার এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজন করা হয়েছে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান। এ অনুষ্ঠানটি উল্লাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়েছে।
ওই অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে ১৯৭১ সালের রনাঙ্গনের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে ৭১’রের মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনের গল্প মনোযোগ সহকারে শোনেন। উপস্থিত শিক্ষাথীরা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন এবং প্রশ্নের উত্তর আগ্রহ ভরে শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক কল্যাণ ভৌমিক, একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন প্রমুখ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117