বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর বিজ্ঞানীরা ১৮টি ফসলের ১১২টি জাত উদ্ভাবন করেছেন। পাশাপাশি তারা খরা, লবনাক্ত, পাহাড়ী ও বন্যা কবলিত এলাকায় সফল উৎপাদনের উপযোগী ফসলের জাত উদ্ভাবন করেছেন বলে জানিয়েছেন বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
আজ শনিবার দুপুরে বিনা’য় ড. এম. এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে ‘বিনা প্রযুক্তি পরিচিতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিনা বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিনা’র পরিচালক (গবেষণা) ড. হোসনেয়ারা বেগম, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পণা) ড. মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117