নীলফামারী জেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পাঁচশ’জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শহরের পুলিশ লাইন্স একাডেমি চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য ও তার সহধর্মীনী পুনাকের রংপুর রেঞ্জের সভাপতি মধুছন্দা ভট্টাচার্য্য।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পুনাকের সভাপতি তাসমিয়া জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুক্তারুজ্জামান, শেখ মো. মোস্তাফিজার রহমান প্রমুখ।
পরে, ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শেষে পুলিশ সুপার কার্যালয়ে জেলার ছয়টি থানার ১৬৫টি সিসি ক্যামেরা, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার, সদর থানায় মরদেহ রাখার হিমঘরের উদ্বোধন করেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117