হন্ডুরাসে নতুন বছর উদযাপনের প্রাক্কালে বেশ ক’টি সহিংস ঘটনায় মোট ১৮ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ শুক্রবার এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
জাতীয় পুলিশ উপ-পরিদর্শক রিগোবার্তো রড্রিগজ জানান, ২০১৯ সালে নববর্ষ উদযাপনের সময় ২৪ টি হত্যাকান্ডের খবর পাওয়া যায়। এ বছরের সংখ্যাটি সেই তুলনায় কম। ওই কর্মকর্তা আরও জানান, ২০২০ সালে মোট সহিংসতায় মোট ৩হাজার ৪৮২ জনের মৃত্যু হয়, সেখানে ২০১৯ সালে সহিংস ঘটনায় মোট ৪ হাজার ৮২ জনের মৃত্যু ঘটেছে।
পুলিশ জানায়, ২০২০ সালে সার্বিকভাবে ১ লাখ বাসিন্দার মধ্যে ৩৭ জন হত্যাকান্ডের শিকার হয়, ২০১৯ সালে যেখানে লাখ প্রতি ৪৪ দশমিক ৫ জন হত্যা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117