সিরাজগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যাকাণ্ডের মুলঘাতক জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঢাকায় আত্মগোপনে থাকাবস্থায় থানা পুলিশ আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চায়নিজ ছোরাটিও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। গ্রেফতারের পর সে স্বীকারোক্তি মুলক জবানবন্ধী দিয়ে হত্যার কথা স্বীকার করেছে। ঘাতক জাহিদুল ইসলামের বয়স ২০। তার পিতা বেপারীপাড়ার টিক্কা বেপারী। সে পেশায় কাঠ মিস্ত্রীর সহকারী।
গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের ফলাফল ঘোষণার পর বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা। পরে অজ্ঞাত ৮০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহিত তরিকুল ইসলাম খানের ছেলে ইকরামুল হাসান খান হৃদয়। এর আগে স্বপন বেপারী নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানিয়েছেন, অন্য আসামীদেরও আটকের অভিযান চলছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117