সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দিনের বেলায় প্রায় ১ লাখ টাকা মুল্যের দুটি গরু চুরি হয়েছে । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া পৌর এলাকার সরকারি কলেজের পশ্চিম পার্শ্বের মাঠ থেকে গরু দুটি চুরি হয়েছে। গরুর মালিক উল্লাপাড়া মধ্যপাড়া গ্রামের মৃত নিতাই চন্দ্র বর্মনের ছেলে মিলন কৃষ্ণ বর্মনের বলে জানা গেছে। বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ থেকে জানা যায় গত বুধবার বেলা ১ টার দিকে দুটি বকন গরু সরকারি কলেজের পশ্চিম পার্শ্বের মাঠের মধ্যে খাবারের জন্য রেখে আসেন মিলন । প্রতিদিনের ন্যায় বিকেল ৪ টার দিকে সে গরু আনতে গিয়ে গরু দুটি মাঠে পাইনি । চার পাশে খোজা খুজি করে গরু দুটি না পেয়ে এলাকার বাসাবাড়ির সিসি ক্যামেরার সাহায্য নেয়। তাতে ধারণ কৃত ফুটেজ থেকে দেখা যায় দুজন চোর গরু দুটি নিয়ে যাচ্ছে । সিসি ক্যামেরার ফুটেজ তার কাছে রক্ষিত রয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ গাজিউল হক জানান অভিযোগ পেয়েছি, ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্তের মাধ্যমে চুরি যাওয়া গরু দুটি উদ্ধারের চেষ্টা করা হবে ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117