ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২১-০২-০২
  • ৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ ফেব্রুয়ারি জয়পুরহাটে শুরু হবে করোনা প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম পর্যায়ে জেলার পাঁচ উপজেলায় ২৪ হাজার জনকে ওই ভ্যাকসিন দেওয়া হবে।
৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফল করতে আজ মঙ্গলবা বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলীসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভ্যাকসিন প্রদানের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ইতোমধ্যে দু’টি কার্টুনে করে ঢাকা থেকে ২ হাজার ৪০০ টি নভেল করোনা ভাইরাসের টিকা (ভায়েল) জয়পুরহাট স্বাস্থ্য বিভাগে পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এটি গ্রহণ করেন বলে জানান, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী । টিকা প্রদান কার্যক্রম সফল করতে জেলায় ৫৮ টি সেন্টার প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৬ জন করে দায়িত্ব পালন করবেন। এ জন্য ৩৪৮ জন টিকাদানকর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সম্পূর্ণ ফ্রি এ ভ্যাকসিন পাওয়ার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় টিকা নিতে আগ্রহী ব্যক্তির মোবাইলে টিকা গ্রহণের স্থান ও তারিখ জানিয়ে একটি ম্যাসেজ পাঠানো হবে। এভাবে চলবে করোনা ভ্যাকসিন কার্যক্রম। এ জন্য সরকারের সুরক্ষা ডট গভ ডট বিডি এ ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বলে জানান, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী। জেলায় দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা প্রেস ব্রিফিং এ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat