বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।নাশকতার মামলায় তাকে আজ কারাগারে পাঠানো হয়।
বুধবার ঢাকা মহানগর সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা য়ায়, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২ টার দিকে সালাউদ্দিনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ ১১-২২৪৯ নাম্বারের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নি সংযোগ ও গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ওয়ারি থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে।
২০১৫ সালের ১২ আগস্ট সালাহউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন ওয়ারি থানার এসআই শাহআলাম । তিনি এ মামলার শুরু থেকে পলাতক ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117