আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় শুক্রবার তুমুল লড়াইয়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে সরকারপন্থী ১৬ মিলিশিয়া ও ১০ তালেবান জঙ্গি রয়েছে। জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি একথা জানান। খবর সিনহুয়ার।
সাফি সিনহুয়াকে বলেন, ‘এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য এবং ১০ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। এতে পাঁচ বিদ্রোহীসহ আরো নয়জন আহত হয়।’
এদিকে গ্রামবাসীরা জানান, কয়েকশ’ তালেবান জঙ্গি শুক্রবার সকালে খানাবাদ জেলার তেপা আখতার এলাকায় সরকারপন্থী মিলিশিয়াদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।
কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইউসুফ এ সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, সেখানে সরকারি বাহিনী শক্তি জোরদার করতে বিলম্ব হওয়ায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য প্রাণ হারায়।
তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117