টেস্ট ক্রিকেটে তিনশ উইকেট ক্লাবের সদস্য হলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে লংগার ভার্সনে ৩০০তম উইকেট শিকার করেন ইশান্ত শর্মা।
আজ চেন্নাইয়ে ড্যান লরেন্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তিনশ ্উইকেট ক্লাবের সদস্য বনে যান দীর্ঘ দেহী এ পেসার। এটি ছিল ম্যাচে তার তৃতীয় উইকেট। ভারতের হয়ে ক্যারিয়ারের ৯৮তম টেস্টে অংশ নিয়ে ৩০০উইকেটের এই মাইলফলক স্পর্শ করেছেন ইশান্ত শর্মা।
ম্যাচে সফরকারী ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এ মাইলফলক স্পর্শ করেন ভারতের ৩২ বছর বয়সি এ পেসার। ভারতীয় পেসার হিসেবে শর্মার চেয়ে এগিয়ে রয়েছেন কাপিল দেব (৪৩৪ উইকেট) এবং জহির খান (৩১১ উইকেট)।
ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারীরর তালিকায় রয়েছেন স্পিনার অনিল কুম্বলে। ২০০৮ সালে অবসরে যাবার আগে ৬১৯টি উইকেট দখল করেছেন তিনি। ২০০৭ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক পাওয়া শর্মা একাধিকবার ইনজুরির শিকার হলেও থামাতে পারেনি তার ক্যারিয়ারকে।
টেস্ট ছাড়াও ৮০টি ওয়ানডে ক্রিকেটে অংশ নিয়ে তিনি শিকার করেছেন ১১৫টি উইকেট।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117