ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলার বন্যা-কবলিত এলাকা থেকে শুক্রবার আরো দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে এ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে ।
খবর পিটিআই-এর।
উদ্ধারকারী দলগুলি টানা ষষ্ঠ দিন সেখানে কর্দমাক্ত বদ্ধ সুরঙ্গে আটকা পড়া ২৫ থেকে ৩৫ জন লোককে উদ্ধারে চেষ্টা করেছে।
জেলা প্রশাসন কর্মকর্তারা জানিয়েছেন, রাইনির ঋষি গঙ্গা হাইডেল প্রকল্পের ধ্বংসস্তুপ থেকে একটি লাশ ও মাইথানা থেকে অপর লাশটি উদ্ধার করা হয়েছে।
পুরাতন ফটোগ্রাফদের সহায়তায় তল্লাশি অভিযান ত্বরান্বিত করতে পল্লী শ্রম বিভাগের নির্বাহী প্রকৌশলের তত্ত্বাবধানে উদ্ধারকারীদের একটি পৃথক দল গঠন করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, খননযন্ত্র ও জেসিবিএস ব্যবহার করে জাতীয় দুর্যোগ প্রতিরো বাহিনী (এনডিআরএফ)-এর সদস্যরা নিখোঁজদের সনাক্ত করার চেষ্টা করছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117