বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ভ্যাকসিনের প্রথম ডোজের অপেক্ষায় থাকা বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনকারীদের দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য তাদের প্রতি আহবান জানিয়েছে।
সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেসিয়াস বলেছেন, দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে কোভ্যাক্স প্রস্তুত রয়েছে।
ডব্লিউএইচও অনুমোদিত মাত্র দুটি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিনের প্রায় ৩৩ কোটি ৬০ লাখ ডোজ এবং ফাইজার বায়োটেকের ১২ লাখ ডোজ এই মাসের শেষের দিকে কোভ্যাক্সের মাধ্যমে জাহাজীকরণ করা হবে।
টেড্রোস এক সংবাদ সম্মেলনে বলেন, “চলতি বছরের শুরুতে আমি ১০০ দিনের মধ্যে বিশ্বের সকল দেশের স্বাস্থ্যকর্মীদের টিকাদান নিশ্চিত করার আহবান জানিয়েছি।”
সোমবার ডব্লিউএইচও ভারত ও দক্ষিণ কোরিয়ার প্লান্টে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দিয়েছে। এর ফলে এখান থেকেই ফেব্রুয়ারির শেষ নাগাদ কোভ্যাক্সের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117