টাঙ্গাইল জেলা শহরের কোর্ট চত্ত্বর ডিস্টিক লেক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। এ সময় লেকের পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, টাঙ্গাইল শহরসহ সদর উপজেলার বিভিন্ন খাস জমিসহ সরকারি জমি উদ্ধার পরিচালনা করা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) নির্দেশে ডিস্টিক লেকের পাশে যে সকল অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল, তা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এখানে রয়েছে জজ কোর্ট, ডিসি অফিস, সার্কিট হাউজ, হ্যালি প্যাড এবং পাশেই রয়েছে লেক। যা সৌন্দর্য কাজে ব্যবহৃত হচ্ছে এবং ফুটপাত দখল করার জন্য প্রতিনিয়ত এ রোডে যানজটের সৃষ্টি হতো। এজন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117