সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এইচ টি ইমামের রুহের মাগফিরাত কামনায় উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারি আকবর আলী কলেজে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। কলেজ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত ওই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। আরো উপস্থিত ছিলেন-সরকারি আকবর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসহাবুল হক,উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমদ,উল্লাপাড়া পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমী,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ মাওলানা মোঃ আব্দুল আজিজ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117