যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার পৃথক তিনটি স্পা সেন্টারে গোলাগুলিতে আটজন নিহত হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২১ বছর বয়সী এক যুবককে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
জর্জিয়ার রাজধানী শহর আটলান্টার ওকওয়ার্থের কাছে ইয়াংস এশিয়ান ম্যাসাজ সেন্টারের কাছে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে।
এছাড়া আটলান্টার গোল্ড ম্যাসাজ স্পা ও এরোমা থেরাপি স্পা সেন্টারের কাছেও গোলাগুলিতে চার নারী নিহত হয়েছে বলে আটলান্টার পুলিশ বিভাগ নিশ্চিত করেছে।
পুলিশ বলছে, চার নারীর সকলেই এশিয়ান বলে ধারনা করা হচ্ছে।
আটলান্টা জার্নাল কন্সস্টিটিউশান বলছে, আটলান্টার ২৪০ কিলোমিটার দূর থেকে ২১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
আটলান্টার পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, আটলান্টার সাথে শেরোকি কাউন্টির গোলাগুলির কোন সম্পর্ক রয়েছে কি-না তা এখনই বলা সম্ভব নয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117